চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার উপর হামলাকারীদের পরিচয় প্রকাশ

Editor
2 Min Read

চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের (৭৮)  উপর যারা বর্বরোচিত হামলা করেছে তাদের পরিচয় অনুসন্ধানে বের করে এনেছে ট্রু গেজেট। হামলাকারীরা স্থানীয় জামাতের রাজনীতিতে জড়িত।। হামলায় জড়িতদের পরিচয়ঃ

১/ আবুল হাসেম মজুমদার পিতা মূত আবদুল বারিক মজুমদার,গ্রাম:-কুলিয়ারা।

 ২/ওহিদ মজুঃ পিতা মূত আবদুস সোবহান সবু, গ্রাম:- কুলিয়ারা।

 ৩/পেয়ার আহমেদ মজুঃ,গ্রা:-কুলিয়ারা।

৪/বেলাল মজুঃ গ্রাম:-কুলিয়ারা

 ৫/ ইসমাইল মজুঃ পিতা আবদুল হক মজঃ গ্রাম:- কুলিয়ারা।

৬/ রাসেল মজুঃ গ্রাম কুলিয়ারা।

 ৭/শহীদ মজুঃ পিতা মুজিবুল হক মজঃ গ্রাম:- কুলিয়ারা।

 ৮/ এমরান মজুঃ পিতা সামসুল হক সামু গ্রাম:- কুলিয়ারা।

৯/ফারহান মজুঃ গ্রাম:- কুলিয়ারা।

১০/কামরান মজুঃ পিতা আবদুল মান্নান মজুঃ গ্রাম:- কুলিয়ারা।

 ১১/ ফরহাদ মজুঃ গ্রাম:-কুলিয়ারা।

১২/ আমির হামজা পিতা নরুল ইসলাম।গ্রাম লুদিয়ারা

প্রথম আলোর ভাষ্যমতে কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাঁদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে জুতার মালা পরানোর পর মুক্তিযোদ্ধাকে টানাহেঁচড়া করা প্রধান দুই অভিযুক্ত (বহিষ্কৃত জামায়াত সমর্থক) এখনো অধরা।

হামলার দৃশ্য

প্রথম আলো আরো বলছে  পুলিশ এই ঘটনায় আটক করেছে ৫ জনকে।আটক পাঁচজন হলেন চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের ইসমাইল হোসেন মজুমদার (৪৩), মো. জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূঁইয়া (৫৮), স্থানীয় মসজিদের ইমাম ও পাশের নাঙ্গলকোট উপজেলার রায়কোট গ্রামের আবুল কালাম আজাদ (৪৮) এবং চাঁদপুর সদরের মইশাদী গ্রামের জাকির হোসেনের ছেলে ইমতিয়াজ আবদুল্লাহ সাজ্জাদ (১৯)। ইমতিয়াজ প্রধান অভিযুক্ত আবুল হাশেমের ভাগনে।

Share This Article
error: Content is protected !!