পুলিশ হত্যা আর্কাইভ

CrackPlatoon
2 Min Read
ছবিতে দেখুন হত্যাযজ্ঞ

পুলিশ হত্যা নিয়ে রিপোর্ট প্রকাশে দেশীয় মিডিয়ায় সেন্সরশিপ জারি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি আমাদের সারাদেশে সংঘঠীত হত্যাকাণ্ডের ছবি পাঠিয়েছেন। আমাদের সংগ্রহে থাকা ছবিতে স্পস্টভাবে দেখা যাচ্ছে নিহত পুলিশের সংখ্যা শতাধিক। যদিও পুলিশের রিপোর্ট বলছে ৪৪ জন নিহত কিন্তু ট্রু গ্যাজেট ইতিমধ্যে মিডিয়ায় প্রকাশিত সংবাদের আলোকে হত্যার স্বীকার ৫০ জনের পরিচয় প্রকাশ করেছে। গণমাধ্যমে খবর বেরিয়েছে ৫ আগস্টের পর প্রায় ৮০০ পুলিশ কর্মক্ষেত্রে যোগদান করেননি? এরা কোথায় আছে?

মানবকণ্ঠ বলছে ‘ ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ে প্রায় ৮০০ পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেননি। কয়েক দফায় তাদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও কোনো হদিস নেই এসব সদস্যের। তারা কোথায় আছেন, সে বিষয়েও কোনো তথ্য নেই পুলিশ সদর দপ্তরের কাছে।  

হত্যার স্বীকার পুলিশ সদস্যদের ছবিগুলো দেখুন,কি নির্মমতার স্বীকার হয়েছিলেন তারা।

বাংলাদেশের আনাচে কানাচে ঘটে যাওয়া যেকোনো অন্যায়,হামলা,হত্যাকান্ড,অসংগতি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের এই তালিকা সত্যিকারে যা হয়েছে তার তুলনায় নগণ্য , আপনাদের কাছে থাকা আরো তথ্য আমাদেরকে দিয়ে সহায়তা করুন, আমরা সকল সত্য তুলে ধরবো আপনাদের পক্ষ থেকে আমাদেরকে ইমেইল করুন info@truegazette.news

Share This Article
error: Content is protected !!