সমন্বয়ক-জামায়াত- বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীদের গণহত্যা , ১৯০ জনের পরিচয় প্রকাশ।

বাংলাদেশ পুলিশের ৪৬ জন সদস্য, র‍্যবের একজন এবং বিজিবির একজন সহ ৫১ জনকে হত্যা করে আন্দোলনকারীরা, যা আমাদের পরবর্তী কভারেজে থাকবে। অর্থাৎ, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের  ততকালীন আওয়ামী লীগ সরকারের ১৭০ জন কর্মী সহ ২২০+ জন নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

Truegazette
58 Min Read
ট্রু গেজেট হত্যার শিকার ১৭০ জনের পরিচয় পেয়েছে এখন পর্যন্ত

চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলোনের সফল পরিসমাপ্তি হয়েছে,বলা হয়েছিল পুরাতন সবকিছু সংস্কার হবে। কিন্ত না সেখানে দেখা গেল ২০০১ পরবর্তী বিএনপি,জমায়াতের নৃশংসতার পুনঃমঞ্চায়ন। বাংলাদেশি মিডিয়াগুলো এই হত্যাকান্ডগুলোকে কখনো দেখিয়েছে নিহত, মৃত্যু টার্ম ব্যবহার করে। হত্যাকারীদের পরিচয় দিয়েছে বিক্ষুদ্ধ জনতা, আন্দোলনকারী, দুষ্কৃতিকারী, দুর্বৃত্তদের নামে যাতে হত্যাকারীদের পরিচয় গোপন করা যায়। প্রধান উপদেষ্টা  শাসিত মিডিয়াগুলোতে যে বেশিরভাগ ক্ষেত্রেই কোন সংবাদ প্রকাশ করা হয়নি এসব হত্যাকন্ডের। আইনের শাসনের কথা বলে,সংস্কারের কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের নেতৃত্বে বিএনপি জামাতের প্রত্যক্ষ মদদে যে নজিরবিহীন হত্যাকান্ড ঘটেছে আজ পর্যন্ত একটি মামলা হয়নি। কয়েকটি বিচ্ছিন্ন মামলা হয়েছে যেগুলোয় উল্টো আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাসানো হয়েছে।

বাংলাদেশের মিডিয়াগুলোতে প্রকাশিত সংবাদের ভাষ্য অনুযায়ী ৫ আগস্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের নেতৃত্বে বিএনপি জামাতের সরাসরি হামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগের ১৭০  জন নেতাকর্মী সহ নিরাপত্তা বাহিনীর ৫০ জন সহ সর্বমোট ২২০ জন নিহত হয়েছেন। এদের বেশিরভাগ বসতবাড়িতে দগ্ধ হয়ে হত্যাকান্ডের স্বীকার হয়েছেন আগুন সন্ত্রাসে। এই ১৭০  জনের মধ্যে বেশিরভাগ আওয়ামী লীগের নেতা,কেউবা তাদের পরিবারের সদস্য,কেউবা তাদের রাজনৈতিক কর্মী,শুভানুধ্যায়ী কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের লোক।

আসকের তথ্য অনুযায়ী ২০০১ সালের অক্টোবরে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর তাদের সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের ২০০ নেতা-কর্মী মারা যান। ২১ আগস্টের গ্রেনেড হামলায় মারা যান ২৪ জন। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-বিএনপি-জামাতের হামলায় এখন পর্যন্ত ১৭৯ জনের মৃত্যুর খবর দেশের সংবাদপত্রে এসেছে

আমরা এখন পর্যন্ত পাওয়া সংবাদ পাওয়া তথ্যের ভিত্তিতে ১৩৫ জনের পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়েছি যারা আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা তাদের স্বজন।,অনেক হত্যাকন্ডের সংবাদ কোন সংবাদে আসেনি,যার ফলে নিশ্চিত করা যায়নি।  হত্যাকাণ্ডের বর্ণনা এত লোমহর্ষক, কাউকে পিটিয়ে হত্যা করা হয়েছে কিংবা হাত পা বেধে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে।এখানে শুধুমাত্র বাংলাদেশের সংবাদ মাধ্যমে এড়িয়ে যাওয়া এই মর্মান্তিক গনহত্যাকে দেশের মানুষের কাছে তুলে ধরতে আমাদের এই প্রচেষ্টা। স্বচ্ছতার স্বার্থে আমরা প্রত্যেক হত্যাকাণ্ডের খবরের হাইপারলিংক করেছি।

নরসিংদীতে নিহত ৬, সবাই আওয়ামী লীগের নেতাকর্মীঃ

নিহতরা হলেন- সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন (৩৭), সদর থানা সেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান ভূইয়া (৪৮), সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোটভাই ছোট গদাইচর এলাকার আবু সায়ীদের ছেলে দেলোয়ার হোসেন দেলু (৪৮), আওয়ামী লীগের সমর্থক মাধবদী পৌরসভার আলগী এলাকার শাহজাহান মিয়ার ছেলে কামাল মিয়া (৪৩), কৃষকলীগ নেতা মাধবদী পৌরসভার আটপাইকা এলাকার মোজাম্মেল হকের ছেলে ওমর ফারুক (৩০), মহিষাসূরা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল মিয়া (৪০)।সুত্রঃ কালের কণ্ঠ। 

সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সাংসদ জান্নাত আরা হেনরীর বাসায় আন্দোলনকারীদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে  তিনজন জনের মৃত্যু

রবিবার দুপুরে আন্দোলনকারীরা সিরাজগঞ্জ-২ আসনের এমপি জান্নাত আরা হেনরীর শহরের মুজিব সড়কের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। রাত ১০টার দিকে ওই আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস। এরপর বাসার বাথরুমের ভেতর থেকে দুই ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সুত্রঃ কালের কণ্ঠ ।এমপি ড. জান্নাত আরা হেনরী রাত ১১টায় গণমাধ্যমকে বলেন, ‘দুপুরের দিকে জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ আন্দোলনকারীরা আমার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। ঘটনার পর থেকে বাড়িতে আগুন জ্বলতে থাকে। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।’এমপি ড. জান্নাত আরা হেনরী রাত ১১টায় গণমাধ্যমকে বলেন, ‘দুপুরের দিকে জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ আন্দোলনকারীরা আমার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। ঘটনার পর থেকে বাড়িতে আগুন জ্বলতে থাকে। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।’ সূত্রঃ বিডি নিউজ ২৪ আওয়ামী লীগের ফেসবুক পেজ

নড়াইলে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

মাজেদুল ইসলামের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে বরাশুলায় বাড়ি থেকে বাইরে বের হন মাজেদুল। আধা ঘণ্টা পর প্রায় ১০০ লোক তাঁকে ধাওয়া করে। কয়েকজন তাঁকে পিটিয়ে ও কুপিয়ে রেখে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থলের পাশে তাঁর বাড়িতে থাকা দুটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় এবং দোকানের মালামাল ভাঙচুর ও লুটপাট করে।নিহতের বড় ভাই শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর ছোট ভাই আওয়ামী লীগের নেতাদের সঙ্গে চলাফেরা করত। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘটনার পর তাঁর ভাইকে প্রতিপক্ষ মেরে ফেলেছে। তাঁরা এ হত্যাকাণ্ডের বিচার চান। সূত্রঃ প্রথম আলো

ঝিনাইদহে আ. লীগ নেতাসহ নিহত ৫;

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে হত্যার পর লাশ টাঙানো হলো শহরের মোড়ে।বেলা ১২টার দিকে আন্দোলনকারীরা শহরের স্টেডিয়ামপাড়ায় অবস্থিত শহিদুল ইসলাম হিরনের বাড়িতে ভাঙচুর করতে যায়। সে সময় হিরন আন্দোলনকারীদের লক্ষ্য করে লাইসেন্সকৃত পিস্তল দিয়ে গুলি করে। এতে বেশ কয়েকজন আহত হয়।পরে আন্দোলনকারীরা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও তার ব্যক্তিগত গাড়িচালক আক্তারকে কুপিয়ে জখম করে। আক্তারকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এক পর্যায়ে বাড়ির তৃতীয় তলায় অবরুদ্ধ হয়ে পড়েন হিরন। সন্ধ্যায় আগুনে পুড়ে মারা গেলে আন্দোলনকারীরা তার ঘরের দরজা ভেঙে তার মরদেহ বের করে। পরে শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে এনে তা টাঙিয়ে রাখে। সুত্রঃ যমুনা ও কালের কন্ঠ  

রংপুরে আ.লীগের চার নেতাকর্মী নিহত 

নিহতরা হলেন রংপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি হারাধন রায়, তার গাড়িচালক কমল এবং গুড়াতিপাড়ার খায়রুল ইসলাম খসরু ও মাসুম। নিহতরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। সুত্রঃ কালবেলা

সিরাজগঞ্জে পাঁচ জন আওয়ামী লীগ নেতা নিহত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলাকালে পাঁচ আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তারা হলেন ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান গোলাম সরোয়ার লিটন (৫৫), তার ভাই যুবলীগ নেতা গোলাম হাসনাত টিটো (৪০), রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস (৪০), সাধারণ সম্পাদক আলামিন হোসেন (৩৭), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৪০)। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এসব তথ্য নিশ্চিত করেছেন। সুত্রঃ ইত্তেফাক

ফেনীতে তিনজন জন হত্যার শিকার 

মুশফিকুর রহমানের- উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দফতর সম্পাদক ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে বাদশা মিয়া ওরফে কানা বাদশা (৪০) নামে যুবলীগের এক কর্মীর লাশ উদ্ধার।মুশফিকুর রহমানের- উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দফতর সম্পাদক।ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে বাদশা মিয়া ওরফে কানা বাদশা (৪০) নামে যুবলীগের এক কর্মীর লাশ উদ্ধার। সুত্রঃ বাংলা ট্রিবিউন

ফেনীতে হাজি পেয়ার আহম্মদ (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরের দিকে সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর জাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুত্রঃ ঢাকা পোস্ট

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকর্মী হত্যা আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। রবিবার দিনভর শহরে বিক্ষোভ সমাবেশের মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে। তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হলেন- তাওহিদ কবির রাফি, আকিবুল হাসান সিফাত, হারুনুর রশিদ, আহমেদ শরীফ, মো. রাসেল ও অজ্ঞাত ৩ জন। আন্দোলনকারীরা লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুন নবী সোহেলের বাসায় অগ্নিসংযোগ করেছে। সুত্রঃ বাংলা ট্রিবিউন, কালের কন্ঠ

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ৮ জন হত্যাঃ

ভৈরবে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১।আজ বুধবার দুপুরে মেন্দিপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শেফায়েত উল্লাহ ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি তোফাজ্জল হোসেন পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম জহিরুল্লাহ (৫০)। তিনি উপজেলার মেন্দিপুর গ্রামের সাহু মিয়ার ছেলে। তিনি শেফায়েত উল্লাহ পক্ষের সমর্থক হিসেবে পরিচিত। সূত্রঃ প্রথম আলো

কিশোরগঞ্জে সংঘর্ষে নিহত ৫, আওয়ামী লীগের কার্যালয়ে আগুন। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কর্শাকড়িয়াল এলাকার দিলু মিয়ার ছেলে ও যুবলীগ কর্মী মো. মবিন মিয়া (৩২), সদরের যশোদল বীরদাম পাড়া এলাকার অঞ্জনা বেগম (৩৫), জেলা শহরের নিউ টাউন এলাকার জুয়েল মিয়া (৩০), শহরের কালিবাড়ি এলাকার একটি মোটর পার্টসের দোকানের মালিক মো. আব্দুল্লাহ (৩৫) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ির দারোয়ান জুলকার মিয়া।সূত্রঃ প্রথম আলো

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন মিন্টু জান্নাত রেস্টুরেন্ট ও রিসোর্টে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ভৈরব ফায়ার সার্ভিস। সূত্রঃকালবেলা 

যশোরে পুড়ে যাওয়া হোটেলে লুটপাট, মৃতের সংখ্যা বেড়ে ২৪ 

যশোরের চিত্রা মোড়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন জাবির ইন্টারন্যাশনাল।মিছিল থেকে বিক্ষুব্ধ লোকজন চিত্রা মোড়ে অবস্থিত হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর শুরু করে। দ্বিতীয় দফায় বিকেল ৪টার দিকে লোকজন সেখানে আগুন ধরিয়ে দেয়। রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার ভোর ৫টার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে ।সুত্রঃ বাংলা নিউজ 

কুমিল্লায়, জনতার হামলায় কমপক্ষে ১১ জন আওয়ামী লীগ নেতাকর্মী নিহত হয়েছেন 

অশোকতলায় সাবেক কাউন্সিলর মো. শাহ আলমের তিনতলা বাড়িতে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দিলে ৬ জন নিহত হন। সোমবার রাত ও মঙ্গলবার সকালে বাড়িটি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে শাওন (১২), আশিক (১৪), শাকিল (১৪), রনি (১৬), মহিন (১৭) এবং মাহফুজুর রহমান (২২) নামে পাঁচ কিশোর রয়েছে।  সুত্রঃ ২৪ নিউজ 

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে ক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিলে চারজনের মৃত্যু হয়

মঙ্গলবার সকালে শহরের ‘জান্নাতি প্যালেস’ নামে সংসদ সদস্যের বাড়িটির বিভিন্ন কক্ষ, বারান্দা এবং ছাদ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের ছেলে আকিব খান (১৭), তালতলা এলাকার বকুল হোসেনের ছেলে এইচএসসি পরীক্ষার্থী সিয়াম হোসেন (১৯), বড়গাছা এলাকার আব্দুল মজিদের ছেলে শফিকুল ইসলাম মোহন (২০) ও মল্লিকহাটি এলাকার ফজের আলীর ছেলে ইয়াসিন আলী (২০)। নিহতদের মধ্যে আকিব এবার এসএসসি পাস করেছে।সুত্রঃ ২৪ নিউজ  ও ঢাকা পোস্ট

লালমনিরহাটে, স্থানীয়রা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানের বাড়ি থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করেছে

সোমবার একদল উত্তেজিত জনতা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।নিহতরা হলেন- হাড়িভাঙ্গার মৃত জহেদুল ইসলাম খোকনের পুত্র তন্ময় আহম্মেদ, খাতাপাড়ার লালমনিরহাট সরকারি কলেজের সাবেক ভিপি সাইদুল ইসলাম মিঠুলের পুত্র শ্রাবণ, সেকেন্দার আলীর পুত্র জনি, রেজাউল করিম সরকারের পুত্র মো. রাজিবুল করিম, জিয়াউর রহমানের পুত্র রাদিক হোসেন রিদে। সুত্রঃ মানবজমিন

বগুড়ায়, দুই যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে একদল দুষ্কৃতিকারী ঘটনাটি ঘটেছে ধীরখিপাড়া ও শাজাহানপুর উপজেলায়।নিহত দুজন হলেন বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য রানা পাইকার (৩৪) ও শাজাহানপুর উপজেলার খড়না ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুর আলম (২৮)। সুত্রঃ প্রথম আলো 

ধুনটে যুবলীগের পদপ্রত্যাশী নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ার ধুনটে যুবলীগের পদপ্রত্যাশী এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার সরকারপাড়া মোড় এলাকায় তাঁর ওপর হামলা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে। রাজনৈতিক বিরোধের জেরে তাঁকে হত্যা হয়েছে বলে দাবি করেছে পরিবার।নিহত আল আমিন (৩৭) চর ধুনট গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদপ্রত্যাশী ছিলেন বলে জানান বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।সুত্রঃ প্রথম আলো

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা আনোয়ারুল ইসলাম (৬২) নিহত হয়েছেন তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। সুত্রঃ বাংলা ট্রিবিউন

সাতক্ষীরা নিহতদের মধ্যে ১২ জন আওয়ামী লীগের নেতাকর্মী

শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর প্রতাপনগর ইউনিয়নের কয়েক হাজার লোক এক জোট হয়ে সন্ধ্যা ছয়টার দিকে আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের কল্যাণপুরের বাড়িতে হামলা করে।নিহত ব্যক্তিদের মধ্যে আছেন জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কল্যাণপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন, তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন, ভাইপো সজিব হোসেন, ভাগনে আশিকুর রহমান, স্বজন সাকের আলী ও গাড়িচালক শাহিন হোসেন। এ ছাড়া আশাশুনি থানার কল্যাণপুর গ্রামের আদম আলী (২৮), কোলা গ্রামের আনাজ বিল্লাহ (১৭) ও কুড়িকাউনিয়া গ্রামের আনাজ আলী (১৮), সদর উপজেলার বৈকারি গ্রামের আওয়ামী লীগের কর্মী আসাফুর রহমান (৪০), মৃগাডাঙ্গা গ্রামের তৌহিদ ইসলাম (৩০), সাইফুল ইসলাম (২৫),এসময় একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।   সুত্রঃ প্রথম আলো

সিলেটে একজন নিহত

একপর্যায়ে রক্তা গ্রামের বিএনপি নেতা পিন্টু সুলতানার নেতৃত্বে ও কেওলা গ্রামের আওয়ামী লীগ নেতা দেওয়ান মিয়ার নেতৃত্বে মধুর বাজারে উভয় পক্ষের মধ্যে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এর মধ্যে ইউপি চেয়ারম্যান গুলি বৃদ্ধ হন। স্থানীয়রা তাঁকে সিলেট নেওয়ার পথে বেলা ২টায় তিনি মারা যান। অন্য আহতরা মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ইসলাম ছানা (৪৮) পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউপির চেয়ারম্যান। সুত্রঃ আজকের পত্রিকা

বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে এক আওয়ামী লীগ নেতা নিহত

বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে টুটুল চৌধুরী (৬২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রবিবার দুপুরের দিকে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পাশে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান তিনি।বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়িতে হামলার সময় আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের হামলায় মহানগর ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী নিহত হয়েছেন। সুত্রঃ ইত্তেফাককালের কন্ঠ

মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর  রহমান টিপু মারা গেছেন

স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ১০টার দিকে সরকার পতনের দাবিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে মানরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতার সঙ্গে যোগ দেন যোগ দেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা সরকার পতনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। এ সময় এদের হাতে লাঠিসোটা ছিল।সুত্রঃ সমকাল

চট্টগ্রামে থানা, আওয়ামী লীগ কার্যালয়, দলীয় নেতাদের বাড়িতে হামলা; নিহত ১ সূত্রঃ টিবিএস

চাঁদপুরে ৩ জন নিহত!

চাঁদপুরে ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খানকে পিটিয়ে হত্যা। সুত্রঃ প্রথম আলো ও ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর হামলায় গুরুতর আহত হন চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খান (৪৮)। ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে মারা যান তিনি। সুত্রঃ আজকের পত্রিকা

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে পৌর মেয়র জামিল হোসেনের পুড়ে যাওয়া বাড়ি থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর ফায়ার সার্ভিস নিহত ব্যক্তি হলেন হাকিমপুর উপজেলার বড় ডাঙাপাড়া গ্রামের মজনুর রহমানের ছেলে সূর্য রহমান (২০) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের নাঈম হোসেন (২৩)। সুত্রঃ সংবাদ বিডি

বাগেরহাটে ঘরে ঢুকে এক সাবেক স্কুলশিক্ষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষকের স্ত্রী ও মেয়ে। সোমবার রাতে সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ছোট পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মৃণাল কান্তি চ্যাটার্জি (৬৫) ছোট পাইকপাড়া গ্রামের প্রয়াত কেশব লাল চ্যাটার্জির ছেলে।সুত্রঃ দেশ রুপান্তর

গাজীপুর মহানগরীর টঙ্গীতে যুবলীগ নেতা ইসমাইল (৩৫) সোমবার রাতে পিটুনিতে নিহত হয়েছেনসুত্রঃ দেশ রুপান্তর

পটুয়াখালীতে দুজন আওয়ামী লীগ কর্মী নিহত সদরসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলাসহ অর্ধশতাধিক বাসাবাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এ সময় দুজন আওয়ামী লীগ কর্মী-সমর্থক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের কর্মী শাহিন ও উত্তম। সুত্রঃ দেশ রুপান্তর

নীলফামারীর ডিমলায় উপজেলা শ্রমিক লীগের এক সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ গতকাল সকালে লাশটি উপজেলা শহরের বাবুরহাট গ্রামের বকদুল ঝুলা এলাকায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। নিহত রফিকুল ইসলাম (৪৫) ডিমলায় ঢাকা কোচ স্ট্যান্ডে বিভিন্ন দূরপাল্লার বাসের কাউন্টার পরিচালনা করতেন।সুত্রঃ দেশ রুপান্তর

খুলনার কয়রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজাকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা

খুলনার কয়রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজার বাসভবনে ঢুকে তাঁকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। পরে ওই বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে পুড়ে যায় মৃতদেহটি। সুত্রঃ ভোরের কাগজপ্রথম আলো

ঢাকার কেরানীগঞ্জে দুইজন নিহত…

ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে রোববার দুপুরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আন্দোলনকারীরা কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। এ সময় অফিসের ভেতর আটকা পড়ে আওয়ামী লীগ কর্মী মো. ইফতি (৩২) নামের একজন নিহত ও প্রায় ১৫ জন আহত হন। সুত্রঃ ঢাকা পোস্ট  ও কেরানীগঞ্জে আ.লীগ নেতা নিহত : ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় গণপিটুনিতে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইসতি নিহত হয়েছেন। সুত্রঃ যুগান্তর 

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায়  নিহত হয়েছেন তারা হলেন- জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি রফিকুজ্জামান রহিম (৫২)সুত্রঃ ঢাকা পোস্ট 

সিলেটের বিশ্বনাথে মনিরুজ্জামান লিলু নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

বুধবার (১৪ আগস্ট) রাত ৯টায় এশার নামাজ পড়ে রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।মনিরুজ্জামান লিলু উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় বৈরাগী বাজারের ফার্নিচার ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। সুত্রঃ কালবেলা

বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

চাঁদা না দেওয়ার অভিযোগে বরিশালের এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশেদ সিকদার (২৩) ওই গ্রামের কালাম সিকদারের ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হামলায় আহত ছাত্রলীগ কর্মী রাশেদকে প্রথমে গৌরনদী, পরে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তাঁর মৃত্যু হয়। আজ শনিবার ভোরে তাঁর লাশ বাড়িতে আনা হয়েছে। খবর পেয়ে আজ সকালে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের বড় ভাই রাসেল সিকদার অভিযোগ করে বলেন, তাঁর ভাই রাশেদ ঢাকার ইসলামবাগ এলাকায় নিজস্ব ব্যবসা দেখাশোনা করে আসছিল। সম্প্রতি রাশেদের কাছে চাঁদা দাবি করে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন তালুকদারসহ তাঁর সহযোগীরা। চাঁদার টাকা না পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে রাশেদকে বার্থী বাজারে পেয়ে ছাত্রদল নেতা আলামিন তালুকদার, ছাত্রদল কর্মী সাইমুন তালুকদার, হামিম তালুকদারসহ ৮-১০ জন তাঁর (রাশেদ) ওপর হামলা চালান। সূত্রঃ আজকের পত্রিকাচ্যানেল আই। 

ঢাকায় নিহত এক

কোটা বৈষম্যবিরোধী আন্দোলনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা মোহাম্মদ বাকিয়ার মোল্লা (৪০) ঢাকায় কাপড়ের ব্যবসা করার সুবাদে ঢাকা মহানগর উত্তরের নিউমার্কেট এলাকায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ঢাকা মহানগর উত্তর নিউমার্কেট এলাকার স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার হামলার শিকার হয়ে মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই বাকিয়ার মোল্লা মারা যান।সুত্রঃ কোটা বৈষম্যবিরোধী আন্দোলনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা মোহাম্মদ বাকিয়ার মোল্লা (৪০) ঢাকায় কাপড়ের ব্যবসা করার সুবাদে ঢাকা মহানগর উত্তরের নিউমার্কেট এলাকায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ঢাকা মহানগর উত্তর নিউমার্কেট এলাকার স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার হামলার শিকার হয়ে মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই বাকিয়ার মোল্লা মারা যান।  সুত্রঃ বাংলানিউজ

বগুড়ায় বাসার সামনে থেকে তুলে নিয়ে আ.লীগ কর্মীকে গলা কেটে হত্যা

বগুড়ায় বাসার সামনে থেকে তুলে নিয়ে বাবর আলী (৫০) নামের আওয়ামী লীগের এক কর্মীকে  গলা কেটে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বারুনী সেতুর ওপর থেকে তাঁর লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ।বাবর আলী বগুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার বাসিন্দা। একই ওয়ার্ডের ধাওয়াপাড়া বটতলা এলাকায় ‘রাহিম স্টোর’ নামে একটি মুদিদোকান ছিল তাঁর। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সুত্রঃ প্রথম আলো

নীলফামারীতে একজন নিহত ডিমলা উপজেলায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক লীগ নেতার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে লাশটি উপজেলা শহরের বাবুরহাট গ্রামের বকদুল ঝুলা নামক স্থানে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে জেলার মর্গে পাঠায়। সুত্রঃ দেশ রুপান্তর 

কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সভাপতি শারিফুল ইসলাম শারিফকে পানিতে ডুবিয়ে হত্যাঃ

অগাস্ট দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকার কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সভাপতি শারিফুল ইসলাম শারিফ নদী পার হয়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ধরা পড়ে যান। তাকে মারধর করে গলায় রশি বেঁধে পানিতে চুবিয়ে দেওয়া হয়।সূত্রঃ বিডিনিউজ২৪

চরফ্যাশন উপজেলা শ্রমিক লীগের সভাপতিকে কুপিয়ে হত্যা

সরকার পতনের বিকালেই ভোলার চরফ্যাশন উপজেলা শ্রমিক লীগের সভাপতি কুতুব জাহাঙ্গীরের বাড়িতে হামলা হয়। তাকে রাস্তায় নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।জাহাঙ্গীরের প্রতিবেশী ফখরুল ইসলাম বলেন, “হঠাৎ করে কয়েকশ লোকজন বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করেন তাকে। তখন বাড়ির অন্যলোকজন বাড়ি থেকে বের হতে হতেই কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা। পরে ডুপ্লেক্স বাড়টিতে আগুন লাগিয়ে দেয়।”সূত্রঃবিডিনিউজ২৪

চট্টগ্রামে যুবলীগ কর্মী হত্যা

বুধবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে নগরের পাহাড়তলী থানার গ্রিনভিউ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আলী (৪০) নগরের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের পদ্মপুকুরপাড় এলাকার বাসিন্দা। তবে পদ পদবি না থাকলেও তাকে যুবলীগ কর্মী বলে দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সূত্রঃ দৈনিক আজাদী

জয়পুরহাটে সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

আজ সোমবার সকালে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে মতিউর রহমান মারা যান। জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মতিউর রহমান সদর উপজেলার দোগাছী ইউনিয়নের জিতারপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ নিয়ে জয়পুরহাটে আন্দোলন-সহিংসতায় চার জনের মৃত্যু হলো। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে শিক্ষার্থীরা শহরের নতুনহাটে এসে জড়ো হন। সকাল ১১টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বাটার মোড়ে আসেন। সেখানে আগে থেকে জড়ো হয়ে থাকা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মিছিলে যোগ দেন। সেখান থেকে তারা মিছিল করে শহরের জিরো পয়েন্ট-পাঁচুরমোড় আসেন। এ সময় চিত্রারোড কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। পুলিশ ওই সড়কে ব্যারিকেড দেয়।এ ছাড়া সেদিন নিহত হন জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি রফিকুজ্জামান রহিম। সূত্রঃ ডেইলি স্টার

রাঙামাটিতে বাজারে আসা শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে হত্যা.

স্থানীয়রা বলছেন, ৫ অগাস্ট সরকার পতনের পর কাউখালী ও বেতবুনিয়ার আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান। বুধবার ছিল চাঞরি বাজারে হাটবার। সকাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে আসেন। তখন প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়।

মারধরের খবর পেয়ে বাজার করতে আসা শ্রমিক লীগ নেতা আব্দুল মান্নান সরে যাওয়ার চেষ্টা করেন। তিনি একটি অটোরিকশায় করে রাউজানের দিকে রওনা দেন। পথে গোদারপাড় এলাকায় তাকে আটক করে ব্যাপক মারধর করা হয়। পরে তাকে চারা বটতল এলাকায় ফেলে রেখে যায় হামলাকারীরা। সুত্রঃ বিডিনিউজ২৪

ধানমন্ডি ৩২ এ শ্রদ্ধা জানাতে গিয়ে হত্যাকান্ডের স্বীকারঃ

এম এ মমিন পাটোয়ারী  ধানমন্ডি ৩২ এ ১৫ আগস্ট শোক দিবসের শ্রদ্ধা জানাতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন,বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের নির্মম হামলায় হত্যার স্বীকার হয়েছেন। মৃত্যুর সাথে দুই সপ্তাহ পাঞ্জা লড়ে হার মানলেন।মমিন পাটোয়ারী  কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবাবিষয়ক সদস্য ছিলেন,লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহসম্পাদক । সুত্রঃ প্রথম আলো ও ফেসবুক  

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে হত্যা

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্নার লাশ পাওয়া গেছে ভারতের মেঘালয়ে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) মেঘালয় পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।পোস্টমর্টেম রিপোর্ট বলছে, পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। এছাড়াও তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কপালে ঘর্ষণ এবং ক্ষতের চিহ্ন ছিল।সুত্রঃ  ইনকিলাব

চট্টগ্রামে আওয়ামী লীগের দুই কর্মীকে গুলি করে হত্যাঃ

চট্টগ্রামে আওয়ামী লীগের দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়নি। হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্তও করতে পারেনি পুলিশ, উন্মোচন হয়নি খুনের প্রকৃত রহস্য। তবে নগরীর অক্সিজেন-কুয়াইশ এলাকায় সন্ত্রাসের রাজত্ব পুনর্দখলের জন্যই তাদের ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। এই খুনে ভারতে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ হোসাইন খানের সরাসরি সম্পৃক্ত থাকার তথ্যও পাওয়া যাচ্ছে। নিহত ব্যক্তিরা হলেন হাটহাজারী থানার পশ্চিম কুয়াইশ গ্রামের মৃত ইসহাকের ছেলে মো. আনিস (৩৮) ও একই এলাকার মৃত রফিকের ছেলে মাসুদ কায়ছার (৩২)। তাদের মধ্যে আনিস হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মাসুদ যুবলীগ কর্মী।

সূত্রঃ সমকাল

চার জন আওয়ামী লীগ কর্মী হত্যাঃ

শরীয়তপুরে হত্যা ভেদরগঞ্জে ফারুক মোল্লা (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর ছোট ভাইকে জখম এবং ১২টি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। অপরদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর, বগুড়ার ধুনট ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আরও তিনজন খুন হয়েছেন। আমাদের প্রতিনিধিরা জানান, গত বুধবার সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরকুমারীয়া ইউনিয়নের গনি মোল্লার কান্দি এলাকায় ফারুক মোল্লাকে হত্যা করা হয়। তিনি দোকান ব্যবসায়ী ছিলেন। ফারুক মোল্লা চরকুমারীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।শাহজাদপুরে আবু হানিফ (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বোরহান উদ্দিন নামের এক ব্যক্তি তাঁকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সকালে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের তালগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু হানিফ রোজগার আলীর ছেলে। ধুনটে দুর্বৃত্তের মারধরে আহত আল-আমিন (২৪) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। তিনি ধুনট পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চরধুনট গ্রামের ভুলু মিয়ার ছেলে। তিনি ধুনট শহরের জুতা ব্যবসায়ী ছিলেন।

সুত্রঃ আজকের পত্রিকা

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতাকে হত্যাঃ

চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৬ আগস্ট) বিকেলে নীলমণিগঞ্জ বাজারে প্রকাশ্যে এ হত্যার ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে নীলমণিগঞ্জ বাজার থেকে ফল কিনে সরিষাডাঙ্গার নিজ বাড়িতে ফিরছিলেন সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। এসময় নীলমণিগঞ্জ মসজিদের সামনে অস্ত্র নিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। সুত্রঃ বাংলানিউজ ২৪

নিহত ছাত্রলীগ সদস্য সবুজের পরিচয় মিললো আঙুলের ছাপে, নেতাদের শোকমঙ্গলবার কোটা আন্দোলনকারী, ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে উত্তাল ছিল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। এদিন ঢাকা কলেজের অদূরে সায়েন্স ল্যাবরেটরি মোড়েও রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সেখানে আহত হয় অন্তত অর্ধশত মানুষ। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তখনও জানা যায়নি তার নাম-ঠিকানা। অবশেষে প্রায় এক দিন পর মেলে তার পরিচয়। তার নাম সবুজ আলী। ছাত্রলীগ ঢাকা কলেজ শাখার সক্রিয় কর্মী ছিলেন তিনি। ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র সবুজ থাকতেন কলেজের নর্থ হলের ২০৫ নম্বর রুমে। তিনি নীলফামারীর সদর উপজেলার বাদশা মিয়ার ছেলে। সুত্রঃ বাংলা ট্রিবিউন

জামালপুরে আওয়ামী লীগ নেতা হত্যা

নিহত ব্যক্তির ছোট ভাই মো. বকুল মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই এলাকায় একজন জনপ্রিয় মানুষ। টানা তিনবারের নির্বাচিত ইউপি সদস্য। তাঁর সঙ্গে মানুষের তেমন শত্রুতা নেই। প্রায় দেড় বছর আগে উপজেলার নান্দিনা বাজারে একই এলাকার কবির মিয়ার নেতৃত্বে আমাকে কোপানো হয়। ওই মামলার বাদী হয়েছিলেন আমার বড় ভাই আহসান আলী। ওই মামলায় কবির মিয়া ১ নম্বর আসামি। মামলা হওয়ার পর থেকে আমার ভাইকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমাদের ধারণা, ওই মামলার বাদী হওয়ার কারণেই তাঁকে হত্যা করা হয়েছে। সুত্রঃ প্রথম আলো

নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে লিজন মোল্লা (৩০) নামের এক মৎসজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১২টার দিকে শহরের বাসাইল এলাকার শাহি ঈদগাহ মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লিজন মোল্লা নরসিংদী শহরের বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে। নরসিংদী জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য ছিলেন লিজন। সুত্রঃ প্রথম আলো

গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানে আটক দু’জনের মৃত্যুর

নিহতদের স্বজনরা জানান, গতকাল সোমবার দিবাগত গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের বাড়িতে অভিযান চালায়। এ সময় সুইটের ভাতিজা সোহরাব হোসেন আপেল ও তার বাড়ির কাজের ছেলে শফিকুল, শাহাদৎ হোসেন ও রিয়াজুল ইসলাম রকিসহ ৫ জনকে শারীরিক নির্যাতন করা হয়। এতে তারা গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছে, যৌথ বাহিনীর অভিযানে সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটসহ ৫ জনকে আটক করা হয়। এর মধ্য সোহরাব হোসেন আপেল গাইবান্ধা সদর হাসপাতালে এবং শফিকুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি জানান, স্থানীয় বাজার থেকে তাকে আটক করা হয়। নিয়ে আসা হয় ইউপি চেয়ারম্যানের বাড়িতে। “পেছনে থেকে বাড়ি শুরু করছে। বলে, তোরা চেয়ারম্যানের ক্যাডার… পাঁচ মিনিট যদি রেস্ট দেয়, দশ মিনিট পিটায়,” বলছিলেন মি. হোসেন। নিহত সোহরাব হোসেন আপেলের স্ত্রীর দাবি, পরিবারের সবাইকে একটা রুমে আটকে রেখে আপেলকে মারধোর করা হয়। “আমার স্বামীর কাছে কোন অস্ত্র ছিল না। সে দাপাচ্ছিল,” যোগ করেন তিনি। “প্রশাসন যে একটা লোককে মারতে মারতে মাইরে ফেলায় দিবে, এটা আমাদের জানা ছিল না,” বলছিলেন মি. আপেলের স্ত্রীর চাচাতো ভাই মো. বিপ্লব। সুত্রঃ বিবিসি,আজকের পত্রিকা, দৈনিক সুনামগঞ্জ এর খবর।

রাজশাহীতে শিবিরের হামলায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা, মামলা হয়নি

প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুদ শনিবার রাত ১০টার দিকে বাড়ি থেকে রাজশাহী বিনোদপুর বাজারে ওষুধ কেনার জন্য গেলে গণপিটুনির শিকার হন। তাকে হামলাকারীরা ৫ আগস্টে হামলায় জড়িত থাকার গুজব তুলে ১০০-১৫০ জন মিলে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিক্ষার্থীদের একটি দল মতিহার থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাকে সেখান থেকে নেওয়া হয় বোয়ালিয়া থানায়।বেয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, মাসুদ গত ৫ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছিলেন, এই অভিযোগ তুলে গতরাতে প্রায় ১০০-১৫০ লোক বিনোদপুর এলাকায় তাকে আটক করে মারধর করেন। পরে আহত অবস্থায় মাসুদকে থানায় নিয়ে মারধরকারীরা তার বিচার দাবিকে বিক্ষোভ করেন বলে জানান ওসি। নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রাতে বিনোদপুর বাজারে মাসুদের ওপর হামলা হয়। পরে একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার থানায় নিয়ে যান। কিন্তু মতিহার থানায় ৫ আগস্টের সহিংসতার কোনো মামলা নেই। তাই তাকে বোয়ালিয়া থানায় আনা হয়, যেন তাকে কোনো সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।”২০১৪ সালের ২৯ এপ্রিল সকালে ক্লাসে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়া হলের সামনে হামলার শিকার হন আব্দুল্লাহ আল মাসুদ। ওই হামলায় মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বাম পা-ও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। কেটে দেওয়া হয়েছিল হাতের রগ। সে সময় তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন। সুত্রঃ ডেইলি স্টার, দৈনিক আমাদের সময়, টিবিএস

ঢাবিতে ছাত্রলীগ নেতা হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক শাহ মো. মাসুম ও ১৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।আজ বুধবার তোফাজ্জলের চাচাতো বোন আসমা আক্তার (৩০) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে এ মামলা করেন।বাদীর আইনজীবী ওবায়দুল মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।অপর আসামিরা হলেন—পদার্থবিদ্যা বিভাগের মুহাম্মদ জালাল মিয়া, আবদুস সামাদ, শাহরিয়ার কবির শোভন ও মেহেদী হাসান ইমরান; মৃত্তিকা, পানি ও পরিবেশের সুমন মিয়া; উদ্ভিদবিদ্যার ফিরোজ কবির; পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন শাহ ও রাশেদ কামাল অনিক; গণিতের ফজলে রাব্বি ও আহসানউল্লাহ; ভূগোল ও পরিবেশের আল হুসাইন সাজ্জাদ; সমুদ্রবিদ্যার ওয়াজিবুল আলম; ফার্মেসির ইয়ামুস জামান এবং প্রাণিবিদ্যা বিভাগের মোহাম্মদ সুলতান।সুত্রঃ ডেইলি স্টার

ছাত্রদলকর্মী-সমন্বয়ক মিলে তিন দফা পিটিয়ে হত্যা করে সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গতকাল বুধবার বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তিন দফায় পেটানো হয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও জাবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে।

সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত্যুর আগে তিন স্থানে তিন দফায় পেটানো হয় শামীমকে। এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্যের সামনেও তাকে পেটানো হয়।

ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শামীমকে পিটিয়েছে এমন তিন শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত হয়েছে দ্য ডেইলি স্টার। তারা হলেন—বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান লাবীব, ছাত্রদলকর্মী এবং সরকার ও রাজনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রাজু আহমেদ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের আতিক। সুত্রঃ ডেইলি স্টার

সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

নিহত মোবারক হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গোলনগর এলাকার আওয়ামী লীগ নেতা আ. আউয়াল মিয়ার ছেলে। মোবারক সাদিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন। নিহতের ভাই সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ বাদল জানান, গত পাঁচ দিন আগে তার বড় ভাই মোবারক হোসেন বাড়ি থেকে বের হয়ে আর না ফেরায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ বুধবার বিকেলে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। সূত্রঃ ঢাকা পোস্ট

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের ২ কর্মীকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগকর্মী সাগর তালুকদার (২৯) ও তার সহযোগী মো. স্বপনকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় উপজেলার শাবরুল ছোট মন্ডলপাড়ার এ হামলার সময় মুক্তার হোসেন নামে আরেকজনের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। সন্ধ্যা ৭টার দিকে সাগর, স্বপন, মুক্তারসহ কয়েকজন শাবরুল ছোট মন্ডলপাড়ায় একটি মুরগির খামারের সামনে অবস্থান করছিল। এ সময় দেশীয় অস্ত্র সজ্জিত একদল দুর্বৃত্ত সেখানে এসে রামদা ও চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে সাগর ও স্বপনকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে। সুত্রঃ যুগান্তর 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে সাবরুল ছোট মন্ডলপাড়া এলাকায় সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন সাগর। পরে সাগর, স্বপন ও মুক্তারসহ কয়েকজন মন্ডলপাড়ার একটি মুরগির খামারের সামনে অবস্থান নেন। এ সময় মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে সাগর ও তার দুই সহযোগীকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই সাগর ও স্বপন নিহত হন। মুক্তারের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সুত্রঃ বাংলা ট্রিবিউন

লক্ষ্মীপুরে একজন হত্যাঃ

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে ধাওয়া করে নুর আলম ওরফে নুরু টেইলার নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

দুর্বৃত্তদের হামলায় নিহত নুরুর ছেলে আরিফ হোসেন বলেন, আমার বাবা বাড়িতে ছিলেন। বাবার মোবাইল ফোনে কেউ একজন কল দিয়ে জানিয়েছে তাকে কেউ মারতে আসছে। এ কথা শুনে তিনি ঘর থেকে পালানোর জন্য বের হচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই ১০-১২ জন লোক লাঠিসোঁটা নিয়ে বাবাকে মারতে আসেন। পরে তারা ধাওয়া করে আমার বাবাকে এলোপাতাড়ি পেটায়। এর মধ্যে তারা তাকে একবার বাড়ির পুকুরেও ফেলে দেয়। সেখান থেকে তুলে এনে আবার তারা তাকে পিটিয়েছে। তাদের মারধরে রক্তাক্ত অবস্থায় বাবাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরিফ হোসেন আরও জানান, হামলাকারীদের মধ্যে খোকন নামে একজনকে তিনি চিনতে পেরেছেন। খোকন বিএনপি করে। খোকনের নেতৃত্বেই তার বাবাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আমার বাবা আওয়ামী লীগ করলেও কারও ক্ষতি করেননি। কারও সঙ্গে তার কোনো শত্রুতাও ছিল না। রাজনৈতিক কারণেই আমার বাবাকে পিটিয়ে মারা হয়েছে। নিহত নুরু চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সুত্রঃ যুগান্তর

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় রাসেল সরদার (৩৮) নামে ওই যুবলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবর ও ছাত্রদল নেতা সাইফুল মাদবরের সঙ্গে একই এলাকার যুবলীগ নেতা রাসেল সরদারের দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল।

গতকাল শুক্রবার দুপুরে রাসেল সরদার ইসলামপুর ভাঙ্গা ব্রিজ এলাকায় সবুজের সেলুনে চুল-দাড়ি কাটাতে যান। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের নেতৃত্বে সাইফুল মাদবরসহ ১০-১২ জন হঠাৎ করে রাসেল সরদারের ওপর হামলা চালায়। এরপর তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হাত-পায়ের রগ কাটা হয়। পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।সেখানে রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়।

জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “পূর্ব শত্রুতার জেরে রাসেলকে হত্যার ঘটনা ঘটেছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের বড় ভাইয়ের স্ত্রী সীমা আক্তার বলেন, “আমার দেবর আওয়ামী লীগ করতো বলে বিএনপির সাইফুল ও তার লোকজন কুপিয়ে হত্যা করেছে। ছোট দুটি বাচ্চাকে এতিম করে দিয়ে গেল। আমরা ওদের ফাঁসি চাই।”

রাসেলের বোন ইয়াসমিন বলেন, “আমার ভাইকে ওরা মেরে ফেলল। আমার ভাই তো কারো ক্ষতি করেনি। খুনিদের বিচার চাই।”

এ ব্যাপারে চেষ্টা করেও বিএনপি কর্মী সাইফুলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সুত্রঃ বিডি নিউজ ২৪ এবং সময়

বরিশাল নগরীর ড্রেন থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে; যিনি স্থানীয় এক যুবলীগ নেতার ভাই বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে বটতলা বাজার সংলগ্ন আব্দুর হামিদ মিয়া সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার এসআই এইচএম সজল জানান।

মৃত মোহাম্মদ মোমিন মিয়া (৩২) নগরীর রুইয়ার পোল এলাকার বাসিন্দা আবুল খায়ের ধলু মিয়ার ছেলে। তিনি নগরীর ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম মুন্নার ছোট ভাই।

পুলিশ বলছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।সুত্রঃ বিডি নিউজ ২৪

আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা বিএনপি কর্মীদের

যশোরের চৌগাছায় আওয়ামী লীগের এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম আনিসুর রহমান (৫৫)। তিনি উপজেলার সিংহঝুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং প্রয়াত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আশরাফ হোসেন আশার ছোট ভাই। আশার ঘাতক বিএনপি কর্মীরাই আনিসুরকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। এর মাধ্যমে সিংহঝুলিতে আবারও পাল্টাপাল্টি খুনের রাজনীতি শুরুর আশঙ্কা করছেন এলাকাবাসী। তবে অভিযুক্তরা বিএনপির রাজনীতি করলেও হত্যাকাণ্ডটি রাজনৈতিক নয় বলে দাবি করেছেন দলটির স্থানীয় নেতারা। সুত্রঃ সমকাল, প্রথম আলো

অক্টোবরে ৯ জন আওয়ামীলীগ নেতাকর্মী হত্যা

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে তিনজন বিএনপির অন্তর্দ্বন্দ্বে এবং নয়জন আওয়ামী লীগের নেতা-কর্মী রয়েছেন। আওয়ামী লীগের নিহত সাতজনের মধ্যে চারজনের মৃত্যুতে সরাসরি বিএনপি ও জামায়াতের সংশ্লিষ্টতা, তিনজন রাজনৈতিক প্রতিহিংসা এবং দুজনের অস্বাভাবিক মৃত্যুর খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

মএসএফ বলেছে, অক্টোবর মাসে রাজনৈতিক কর্মসূচি না থাকলেও বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশের গণসংযোগে ব্যস্ততা দেখা যায়। অপর দিকে রাষ্ট্রপতির অপসারণ ও আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। প্রতিবেদনে বলা হয়, ১ অক্টোবর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালীর (৫৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে। ২ অক্টোবর গাজীপুরের কালীগঞ্জে বিএনপির দলীয় কোন্দলের জের ধরে জাইদুল হক শ্যামল (৫২) নামের এক কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়। ৩ অক্টোবর গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদকে রাজনৈতিক শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের। যদিও পুলিশের ধারণা দুর্ঘটনা। ৩ অক্টোবর মুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শাহজাহান শেখ (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতার লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ৯ অক্টোবর রাজশাহীর মোহনপুরে একটি পটোলখেত থেকে আওয়ামী লীগের কর্মী শাহাবুল ইসলামের (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। ১৮ অক্টোবর চট্টগ্রামের সীতাকুণ্ডের ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ খানকে কুপিয়ে ও ‍পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ৫ আগস্টের পর রাজনৈতিক রোষানলের ভয়ে পালিয়ে ছিলেন। ২১ অক্টোবর চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মী আফতাব উদ্দিন তাহসিনকে (২৬) কথিত শিবির ক্যাডার হিসেবে পরিচিত ব্যক্তিরা হত্যা করে বলে জানা যায়। ২৬ অক্টোবর রাজশাহীতে যুবলীগের কর্মী মীমকে তুলে নিয়ে গাছে ঝুলিয়ে পিটিয়ে ও রগ কেটে হত্যা করে স্থানীয় বিএনপির সমর্থকেরা বলে দাবি করা হয়। ২৭ অক্টোবর ঢাকার উত্তরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সোহেল নামের এক যুবদল কর্মী নিহত হন। ৩০ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে আওয়ামী লীগের সমর্থক দুই সহোদর হামিদুল ইসলাম (৫০) ও নজরুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করেন বিএনপির কর্মীরা। ৩০ অক্টোবর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির অন্তর্দ্বন্দ্বে সুলতান (৪৫) নামে বিএনপির এক নেতা নিহত হন। সুত্রঃ প্রথম আলো

খুঁটির সঙ্গে বেঁধে মারধর, ৭ দিন পর যুবলীগ নেতার মৃত্যু

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন দলটির নেতা সাইদুর রহমান ও তার ভাইদের বাড়িঘরে হামলা হয়। তখন থেকে তিনি ও তার তিন ভাই আত্মগোপনে ছিলেন। গত ৩০ অক্টোবর দুপুর ১২টার দিকে এলাকার একটি বাড়ি থেকে সাইদুরকে ধরে দরাপপুর বাজারে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সেখানে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে তাকে রড ও লাঠি দিয়ে পেটানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় ওই দিন বিকেলে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত পৌনে আটটার দিকে তার মৃত্যু হয়। সুত্রঃ ডেইলি স্টার

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় তানভীর মিয়া (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তানভীর বিনোদপুর গ্রামের বাবু সিকদারের ছেলে এবং রাজবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯ টার দিকে জেলা শহরের বিনোদপুর সার্বজনীন মন্দিরের পাশে তানভীর মিয়াকে কুপিয়ে মারাত্নক আহত করা হয়।

স্থানীয়রা কালবেলাকে জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন চৌরাস্তায় তানভীরের পেটে কুপিয়ে মারাত্নক আহত করা হয়। এতে তার পেটের আংশিক নাড়ী বের হয়ে আসে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই সময়ই রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে মেডিকেলে নেবার পথেই তার মৃত্যু হয়। সূত্রঃ কালবেলা

ছাত্রলীগ নেতাকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার রাতে বাসা থেকে ঢেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাতে গুরুত্ব আহত অবস্থায় বাড়ি সামনে ফেলে দিয়ে যায় ওই দুর্বৃত্তরা। আহত অবস্থায় রাতেই নগরীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে নিহত সজিবের মামাতো ভাই রাকিব বলেন, মঙ্গলবার রাতে এক যুবক সজিবকে বাসা থেকে ঢেকে নিয়ে যায়। পরে পরিকল্পিতভাবে তাকে এলোপাতাড়ি পিটিয়ে এবং ছুরিকাঘাত করে মৃত ভেবে অশোকতলা রেললাইনের পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর মুন হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু হয় তার।

 ঘটনায় নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়দের অনেকেই অভিযোগ করে বলেন, সন্ত্রাসী নয়ন বন্ড ও তার ভাই চয়নসহ ওদের সহযোগীরা এলাকার চিন্তিত মাদক কারবারি। একাধিক মামলাও রয়েছে। এলাকায় মারামারি, ছিনতাই মাদক কারবারসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এরা। নিহতের পরিবারকে চাঁদার জন্য অন্যান্য সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে, তাই তার ভীষণ আতঙ্কে আছে। কোনো প্রকার মামলা করলে নিহত সজিবের ছোট ভাইদেরও সর্বনাশ করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। দুপুরে হাসপাতাল থেকে লাশ নিয়ে এলে সন্ত্রাসীরা হুমকি ধমকি দিয়ে দ্রুত লাশ নিয়ে অশোকতলা থেকে গ্রামে চলে যেতে বলে। এসব বিষয়ে বিভিন্নভাবে চেষ্টা করেও নিহত সজিবের পরিবারের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সূত্রঃ দেশ রুপান্তর

সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

শাহাদত আলম ঝুনু হত্যা মামলায় গ্রেফতার হয়ে বগুড়া কারাগারে ছিলেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় তিনি কারাগারে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসকরা আইসিইউ ইউনিটে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটেড হার্ট স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থার অবনতি হলে পথিমধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুত্রঃ জাগো নিউজ

বগুড়ায় কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

গত ৪ অক্টোবর বিস্ফোরক মামলায় অভিযুক্ত শহিদুল ইসলামকে বগুড়া জেলা কারাগারে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জেল সুপার ফারুক আহমেদ। তিনি বলেন, এখানে আসার পর থেকেই তিনি অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের অসুখ ও শ্বাসকষ্ট ছিল। কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে রাত ২টার পর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরশুরামে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী হত্যা

অবৈধ চোরাচালানের পণ্য ধরিয়ে দেওয়ার সন্দেহে রিফাতকে হত্যা করা হয় বলে তাঁর বাবা ইসমাইল হোসেন মামলার এজাহারে উল্লেখ করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলাম রনি নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে পরশুরাম থানায় এই হত্যা মামলা করেন।

মরফিকুল ইসলাম রনি ওই কলেজছাত্রের বাড়ির পাশ দিয়ে ভারত সীমান্ত পথে চোরাচালানের পণ্য আনা নেওয়া করত। গত মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা রনির বেশ কিছু চোরাই পণ্য জব্দ করে। এই ঘটনায় রনি কলেজছাত্র রিফাতকে সন্দেহ করেন। একপর্যায়ে ৭–৮ জন সহযোগীকে নিয়ে ওই দিনই সন্ধ্যায় রিফাতের বাড়িতে গিয়ে তাকে হুমকি-ধমকি দেন রনি। এ সময় রিফাতকে রাতে ঘর থেকে বের হলে হত্যারও হুমকি দেন রনি। পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহতপরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত রিফাতের বাবা ইসমাইল হোসেন বলেন, ‘রনি ও তাঁর সহযোগীরা চোরাকারবারি দলের সদস্য। আমার এলাকা দিয়ে চোরাচালান করে থাকেন তাঁরা। বিষয়টি নিয়ে আমার ছেলে প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখান রনি ও পক্ষের লোকজন। সর্বশেষ মঙ্গলবার বিজিবির সদস্যরা চোরাকারবারিদের বেশ কিছু মালামাল জব্দ করে। এ ঘটনার পেছনে আমার ছেলের হাত রয়েছে–এমন সন্দেহে রনি ও লোকজন বৃহস্পতিবার দুপুরে আমার ছেলেকে বাড়ি থেকে কৌশলে ঢেকে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে সেখানে আমার ছেলের সঙ্গে রনির কথা-কাটাকাটি হয়। তখন আমার ছেলের দুই হাত চেপে ধরে রনি ছুরি দিয়ে রিফাতের বুকে আঘাত করে হত্যা করেন।’ পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, কলেজছাত্র রিফাত হত্যার ঘটনায় তাঁর বাবা মামলা করেছেন। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


ড্রেনে মিলল আওয়ামী লীগ নেতার মরদেহ 

নিহত কামরুল ইসলাম নাচোল ইউনিয়নের সূর্যপুরের মৃত হোসেন আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ধানক্ষেতের পাশে একটি ড্রেনে কামরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। সূত্রঃইন্ডিপেন্ডেন্ট টিভি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ছুরিকাঘাতে ছাত্রলীগের দুইজন নিহত 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে গত রাত আনুমানিক ১০:৩০টায় জয় বাংলা স্লোগান দেয়ালে লেখার কারণে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন:

  • মো. মাসুদ রানা
    • পিতা: এজাবুল হক
    • গ্রাম: খলশী
    • পদ: সভাপতি, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট শাখা, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট; সহ-সম্পাদক, নাচোল উপজেলা ছাত্রলীগ
  • রায়হান
    • পিতা: আব্দুর রহিম
    • কর্মী, নাচোল উপজেলা ছাত্রলীগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ছুরিকাঘাতে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নাচোল উপজেলার খোলসি গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (২০) এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আজ রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে ছুরিকাঘাতে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন এবং একজনকে রাজশাহী মেডিকেল কলেজন হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। সূত্রঃ আজকের খবর

মৌলভীবাজার জেলা যুবলীগ নেতার বাড়িতে গভীর রাতে আগুন, মা ও চাচি নিহত

সিলেট মৌলভীবাজার জেলা যুবলীগের সহসভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে এই ঘটনায় দগ্ধ হয়ে ঘরে থাকা তাঁর মা শেখ মেহেরুন্নেসা (৬৫) ও চাচি ফুলেছা বেগম (৬০) মারা গেছেন। শেখ রুমেল সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। রুমেল আহমদের মামা মকছুছ মিয়া বলেন, বাড়িতে রুমেলের মা ও চাচি থাকতেন। সিকিউরিটি গার্ড থাকতেন আলাদা রুমে। গতকাল দিবাগত রাত ৩টার দিকে বাড়িতে আগুন জ্বলতে দেখেন সিকিউরিটি গার্ড। পরে আশপাশের লোকজন ও মসজিদের মাইকে বিষয়টি জানানো হয়। খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। বাড়ির পাশে পাঁচ লিটারের একটি বোতলে কিছু পেট্রল পাওয়া গেছে বলে দাবি করেন মকছুছ।

কক্সবাজার সৈকতে গুলিতে নিহত খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা

ক্সবাজার সমুদ্রসৈকতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রব্বানী টিপুকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সৈকতের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত টিপু খুলনার দৌলতপুরের গোলাম আকবরের ছেলে এবং খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে টিপু সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে কাঠের তৈরি সেতুর পাশে হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়। নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশা চালক আব্দুস সালাম বাবু বলেন, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে গুলি ছুড়েছে দেখতে পাইনি। তখন সামনে এক ব্যক্তিকে মাটিতে ঢলে পড়তে দেখি। তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে নিজের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে যাওয়ার পর পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। সূত্রঃ সমকাল

পুলিশ পরিচয়ে আওয়ামী লীগ কর্মীকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের কোটচাঁদপুরের চানপাড়া গ্রামে কাওসার লষ্কর (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মী ও পুলিশের সোর্সকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের লুতফর লষ্করের ছেলে। জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে প্রায় ২০-৪০ জন চানপাড়া গ্রামে কাওসার লষ্করের বাড়িতে যায়। পুলিশ পরিচয়ে তারা কাওসারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী রেললাইনের পাশে বন্ধগেট এলাকায় তার পায়ের রগ কেটে ও কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সুত্রঃ আমার বার্তা

বাজিতপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা, অসুস্থ হয়ে স্ত্রীর মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুরে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর স্ত্রী আকলিমা বেগম (৬৭) আতঙ্কিত হলে অসুস্থ হয়ে মারা যান। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। তবে কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পরিবার ও পুলিশ।

আওয়ামী লীগ নেতা শাহজাহান কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য। তাঁর ছোট ভাই আইনজীবী আরকান মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর ভাই শাহজাহান বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাঁরা একই বাড়িতে থাকেন। তাঁর ভাইয়ের নামে কয়েকটি মামলা রয়েছে। সূত্রঃ প্রথম আলো


১৬ জুলাই থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ট্রু গেজেটের অনুসন্ধান অনুযায়ী ১৭০ জন আওয়ামীলীগের নেতাকর্মী এবং তাদের স্বজনেরা হত্যাকাণ্ডের স্বীকার হয়েছেন  বৈষম্য বিরোধী আন্দোলন এবং বি এন পি জামাতের কর্মীদের দ্বারা।সংবাদমাধ্যমগুলোর মধ্যে একমাত্র প্রথম আলো ৪-৬ আগস্ট আওয়ামী লীগের ৮৭ জন নেতাকর্মী হত্যাকাণ্ডের স্বীকার শিকার হয়েছে বলে তথ্য দিয়েছে। সুত্রঃ প্রথম আলো।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বিক্ষোভ ও পরবর্তী সহিংসতায় কমপক্ষে ৬৫০ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এছাড়া বাংলাদেশ পুলিশের ৪৬ জন সদস্য, র‍্যবের একজন এবং বিজিবির একজন সহ ৫১ জনকে হত্যা করে আন্দোলনকারীরা, যা আমাদের পরবর্তী কভারেজে থাকবে। অর্থাৎ, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের  ততকালীন আওয়ামী লীগ সরকারের ১৭০ জন কর্মী সহ ২২০+ জন নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

বাংলাদেশের আনাচে কানাচে ঘটে যাওয়া যেকোনো অন্যায় অসংগতি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের এই তালিকা সত্যিকারে যা হয়েছে তার তুলনায় নগণ্য , আপনাদের কাছে থাকা আরো তথ্য আমাদেরকে দিয়ে সহায়তা করুন, আমরা সকল সত্য তুলে ধরবো আপনাদের পক্ষ থেকে আমাদেরকে ইমেইল করুন info@truegazette.news

Share This Article
error: Content is protected !!